You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

About Us

আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকদের Austoc Pathshala এর পক্ষ থেকে জানাই সুস্বাগতম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণৃ তা হলো পদার্থবিজ্ঞান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নির্ধারিত হয় এ বিষয়টি একজন শিক্ষার্থী কিভাবে আয়ত্ত করতে পেরেছে তার উপর। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। বিশেষ করে সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেমন-বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট ও ডুয়েট এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়কে অগ্রগণ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অত:পর উচ্চতর শিক্ষায় ভর্তির ক্ষেত্রে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে একজন শিক্ষার্থীকে একাদশ শ্রেণীর শুরু থেকে তৈরী হতে হয়।

বিশেষ করে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর দু্ই মাসের জন্য ভর্তি কোচিং করে চান্স নিশ্চিত হওয়ার ধারণা ভূল। এর জন্য প্রয়োজন একাদশ শ্রেণীর শুরু থেকে প্রতিটি টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট অর্জন করা। কেননা ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন গুলো দেওয়া হয়ে থাকে সেগুলো অনেক জটিল বা কঠিন এমন নয় বরং একদম বেসিক লেভেল এর প্রশ্ন। ফলে তারাই এই সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয় যারা প্রতিটি টপিক এর উপর ক্লিয়ার কনসেপ্ট অর্জন করে এবং থিওরী ভিত্তিক গাণিতিক সমস্যা গুলো সমাধান করে। অনেকে শুধুমাত্র বেশী বেশী গাণিতিক সমস্যা সমাধান করে কিন্তু থিওরী বুঝতে চায়না এবং ভাবে আমি যেহেতু সকল সমস্যা সমাধান করেছি সুতরাং আমার চান্স নিশ্চিত। সম্পূর্ণ ভূল ধারণা। তাই অভিজ্ঞ ও পেশাজীবি দক্ষ শিক্ষকের সহায়তায় প্রতিটি টপিক ভিত্তিক পূর্ণাঙ্গ থিওরী বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট টপিক ভিত্তিক সকল গাণিতিক সমস্যা, সৃজনশীল প্রশ্নসমূহ ও বহুনির্বাচনী প্রশ্নসমূহ সমাধানের মাধ্যমে একজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা উভয় ক্ষেত্রে সমুজ্জল সফলতা অর্জন করতে সম্ভবপর হয়ে উঠে। 

শিক্ষার্থীদের এই কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন ও ফিজিক্স স্কলার হিসেবে গড়ে তোলার জন্য Austoc Pathshala দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের দ্বারা একটি পূর্ণাঙ্গ ও স্মার্ট ফিজিক্স শিক্ষা প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা প্রদান করে আসছে। শিক্ষার্থীদের সফলতায় আমাদের সার্থকতা।    

image
  • Address: 285/1 (Ground Floor), Rokeya Villa, (Near to Jahaj Building ), Amtola Mosjid Goli, North Shahjahanpur, Dhaka
  • Phone: +8801604772276
  • E-mail: austocpathshala@gmail.com

Design and Development By